প্রিয় ১৬নং রুপসা দক্ষিণ ইউনিয়নবাসী :
বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা এবং বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলা ভাতার জন্য অনলাইনে আবেদন শুরু সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ, যে কোন
কম্পিউটারের দোকান এমনকি যে কোন স্মার্ট ফোন হতে বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী নিগৃহিতা ভাতা, প্রতিবন্ধী ভাতার অনলাইনে আবেদন শুরু হয়েছে।
অথবা অত্র ইউপি অফিসে যোগাযোগ করুন -মোঃ মহসিন হাসান,হিসাব সহকারী-কাম-কম্পিউটার অপারেটর-01774096525
এবং ইউপি ডিজিটাল সেন্টার এ ।
যারা ভাতা পাচ্ছেন, তাঁদের আবেদন করার প্রয়োজন নেই।
পূর্বে ভাতার জন্য আবেদন করা থাকলে নতুন করে অনলাইন আবেদন করা যাবে না।
আবেদন করতে যা যা লাগবে-
বয়স্ক ভাতার আবেদনঃ
১. এনআইডি কার্ড, (বয়স: পুরুষ-৬৫, মহিলা-৬২ বা তদূর্ধ্ব)
২. সচল মোবাইল নাম্বার (ইতি:পূর্বে কোন ভাতার জন্য ব্যবহৃত হয়নি এমন কিংবা নতুন নাম্বার)
অসচ্ছল প্রতিবন্ধী ভাতার আবেদনঃ
১. এনআইডি কার্ড অথবা জন্মনিবন্ধন কার্ড।
২. উপজেলা সমাজসেবা কার্যালয় হতে প্রদত্ত সুবর্ণ নাগরিক পরিচয়পত্র।
৩. সচল মোবাইল নাম্বার (ইতি:পূর্বে কোন ভাতার জন্য ব্যবহৃত হয়নি এমন কিংবা নতুন নাম্বার)
বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলা ভাতার আবেদনঃ
১. এনআইডি কার্ড (কোন বয়স সীমা নাই)।
২. স্বামীর মৃত্যু সনদ/ইউনিয়ন পরিষদ হতে প্রদত্ত বৈধব্য সনদ বা স্বামী নিগৃহীতা সনদ।
৩. সচল মোবাইল নাম্বার (ইতি:পূর্বে কোন ভাতার জন্য ব্যবহৃত হয়নি এমন কিংবা নতুন নাম্বার)
১০ সেপ্টেম্বর ২০২৩ খ্রিঃ পর্যন্ত আবেদন করা যাবে।
উল্লেখ্য যে, ২০২৩-২০২৪ অর্থবছর থেকে বয়স্ক ভাতা মাসিক ৬০০/- টাকা, বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলা ভাতা ৫৫০/- টাকা এবং প্রতিবন্ধী ভাতা ৮৫০/- টাকা।
জনস্বার্থে বিষয়টি ব্যপকভাবে প্রচারের জন্য অনুরোধ করা হলো।
অনলাইন আবেদন করার ক্ষেত্রে সর্বসাধারণ কে সহযোগিতা করার জন্য সংশ্লিষ্ট ওয়ার্ড মেম্বার দের সহযোগিতা করার জন্য অনুরোধ করা হলো।
অনুরোধক্রমে-
মোঃ শারীফ হোসেন খাঁন
চেয়ারম্যান
১৬নং রুপসা দক্ষিণ ইউনিয়ন
ফরিদগঞ্জ, চাঁদপুর।